বিএনপির ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় ১৫ই অক্টোবর, বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জনগণ নিরাপদ থাকবে। আগামী নির্বাচনে যদি আমি বিএনপির মনোনয়ন পাই, তবে তুরাগের বাউনিয়া এলাকার রাস্তাঘাট সংস্কারই হবে আমার প্রথম কাজ।”

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামিল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিক হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।