
উত্তরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরখান মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা উপস্থিত অসহায় ও দুঃস্থ মানুষের হাতে দুপুরের খাবার তুলে দেন।
খাবার বিতরণ শেষে আফাজউদ্দিন আফাজ বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি।”
স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেয় এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।