বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের ২৬টি থানার আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, কিংবদন্তি ফুটবলার জনাব আমিনুল হক
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগ্রামী সদস্য সচিব হাজী মোস্তফা জামান, সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং আহ্বায়ক সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে বীজ বপন করেছিলেন, তার উত্তরসূরি হিসেবে বিএনপি আজও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।