নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পরনির্ভর দলে পরিণত হয়েছে। এখন কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। এতে কোনো কাজ হবে না। বিএনপি ভুয়া দল, তাদের কর্মসূচিও ভুয়া। তাদের মনের জোর কমে গেছে আর গলার জোর বেড়ে গেছে।
বুধবার বিকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাভারের হেমায়েতপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি কেউ চালায়, বিএনপি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। মধ্যরাতে ফরমান আসে। বিএনপির বড় বড় নেতা এখন তারেক আতঙ্কে আছেন, কখন কার কী হয়। তাদের কমিটি ভুয়া, ভুয়া দলের ভুয়া জন্মদিন। আন্দোলন কবে, ঈদের আগে না পরে, এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর। দিন যায়, বছর যায়, আন্দোলন আর আসে না।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাভারের সংসদ-সদস্য সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ আরও অনেকে এ সময় বক্তব্য দেন। এর আগে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দেন।