বিএনপি কারফিউ গণতন্ত্রের ভেতর দিয়ে ক্ষমতায় এসেছিল

কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি কারফিউ গণতন্ত্রের ভেতর দিয়ে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপি কারফিউ গণতন্ত্রের ভেতর দিয়ে ক্ষমতায় এসেছিল। তাদের দলের ভেতরই গণতন্ত্র নেই। তারা সহিংসতার পথ বেছে নিয়ে গণতন্ত্রের সঙ্গে তামাশা করছে। যারা নিজেরা গণতন্ত্রের চর্চা করে করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কেমন করে?’

আজ বুধবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে জনসভায় যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে সরকার কঠোর। এ ঘটনার সঙ্গে জড়িত মন্ত্রী, এমপি, দলীয় নেতা যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান কঠোর। যারাই মন্দিরের উপর হামলা চালাবে তাদের শাস্তি পেতেই হবে।’

এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর মেয়র আনোয়ার আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে মন্ত্রী কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।