‘বিএনপি কেন্দ্র এজেন্টই দিতে পারেনি’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার যে অভিযোগ বিএনপি নেতারা করেছেন, সেটা ঠিক নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আসলে ওই সব কেন্দ্রে এজেন্টই যায়নি, সেখানে বের করে দেওয়ার প্রশ্ন আসছে কীভাবে বলেন তথ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেভাবে মাঠে থাকা দরকার বিএনপি তা করেনি, তারা চট্টগ্রাম সিটি নির্বাচনে হাল ছেড়ে দিয়ে বসে ছিল। বিএনপি এবারও ভোটকেন্দ্রে এজেন্ট দিতে পারেনি এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বুধবার সকালে নগরীর চকবাজার বিএড কলেজ কেন্দ্রে ভোট দিয়েই বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন।

এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টির ফলাফল ঘোষণা হলে রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ১৬ হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। বাকি দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফল প্রকাশ করা হয়।