
নিজস্ব প্রতিবেদক: বিএনপি দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে চায় উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন— “বিএনপি কারো বিরুদ্ধে কুৎসা রটনা বা ঘৃণা ছড়ায় না, বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চায়।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কটূক্তি করেননি। তিনি সবসময় দেশের উন্নয়ন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে ব্রতী। অথচ একটি মহল রাজনৈতিকভাবে দুর্বল হয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমরা জনগণের দল। বিএনপি বিশ্বাস করে— মানুষই ক্ষমতার উৎস। তাই বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। অন্য দলের সমালোচনা নয়, দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য।”
উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক, মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের পরিচালক মোতালেব হোসেন রতন।
সভায় সভাপতিত্ব করেন হাশেম উদ্দিন। স্থানীয় নেতাকর্মীরা বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের জীবনমান উন্নয়নে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এম কফিল উদ্দিন আহমেদের বক্তব্যে উৎসাহিত হয়ে বিএনপির প্রতি তাদের সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন।