বিএনপি জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে ইঞ্জিনিয়ার শ্যামল

অপূর্ব দেব: ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর  উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে চম্পকনগর কলেজ মাঠে বিএনপির আয়োজিত  অনুষ্ঠানে বলেন।জনগণের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক ছিল না। তারা রাতের অন্ধকারে ছাপানো ভোটে নির্বাচন করতে করতে জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তারা প্রশাসনের মাধ্যমে ১৮ ও ২৪ সালে ভোট ছাপিয়ে ক্ষমতায় এসেছিল।  আওয়ামী লীগের নেতারা ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত দল। জনগণের ভোটের অধিকারে বিএনপি বিশ্বাসী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  তিনি বলেন, আমরা এখনো ক্ষমতায় আসেনি। মাত্র টেষ্ট পরিক্ষায় উর্ত্তীণ হয়েছি। সামনে আমাদের ফাইনাল পরিক্ষা। তাই সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। বিএনপি জনগণের ভোটের নির্বাচিত হতে চাই। আমরা ছাপানো ভোটে নির্বাচিত হতে চাই না।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল  অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর)  বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর  উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে চম্পকনগর কলেজ মাঠে বিএনপির আয়োজিত  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি এড. শফিকুল ইসলাম,   সাবেক সাধারণ জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড আনিছুর রহমান মঞ্জু, গোলাম সারোয়ার খোকন।

উপজেলা বিএনপির  আহবায়ক মোঃ জমির হোসেন দস্তগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা শ্রমিকদলের  সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ,

সদর উপজেলা বিএনপির আহবায়ক ভিপি লিটন, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা,  সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ,  উপজেলা মহিলা দলের আহবায়ক মরিয়ম আলমগীর, সাঈদ খোকন, ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম,হৃদয় আহমেদ প্রমুখ।

পরে বিশেষ দোয়া পরিচালনা করেন  কবীর হোসেন মোল্লা।