নিজস্ব প্রতিবেদক : যখনই বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে তখনই অকারণে তাদের বুলেটে কৃষক ভাইয়ের বুকবিদ্ধ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও-বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ শীর্ষক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলেই শ্রমিক ও মেহনতি মানুষের সামনে নেমে আসে অন্ধকার। কেন তা সবাই জানে। যে কারণে ইতোমধ্যে মানুষের ভালোবাসা থেকে তারা (বিএনপি-জামায়াত) বঞ্চিত হয়েছে। এর চূড়ান্ত প্রমাণ আগামী নির্বাচনে তারা পাবে।’
মন্ত্রী বলেন, ‘কৃষকদের প্রতি আওয়ামী লীগের অঙ্গীকার অত্যন্ত জোড়ালো। আমরা কৃষকদের জন্য কি করেছি তার প্রমাণ আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকারের সময়ের পরিস্থিতি বিশ্লেষণ করলে পাওয়া যাবে। সারের দাম বৃদ্ধি ও নানা রকম দুর্নীতি করে তারা (বিএনপি) কৃষককে নিরন্ন করেছে।’
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এদেশের প্রায় সত্তর ভাগ মানুষ কৃষিজীবী। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সব কিছু নির্ধারিত হয় এ কৃষি দ্বারা। তাই কৃষকের মূল্য আমরা বুঝি।’
কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।