
দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াত গোষ্ঠী দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, এদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। বঙ্গবন্ধু যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন সেই শক্তি এখনো সক্রিয়।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি কায়দায় দেশ চালাতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছিল আর তারেক রহমান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক অস্তিত্ব যত দিন থাকবে তত দিন ষড়যন্ত্র চলতেই থাকবে। এদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। জামায়াত বিএনপির সঙ্গে কোনো আপস নেই। এরা জাতির পিতাকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি করতে হলে এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতেই হবে।