নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি না এলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।
তিনি বলেন, বিএনপিকে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় নির্বাচনে আনা যায় তা নিয়ে আলাপ-আলোচনা করাই শ্রেয়। এখানে (নির্বাচন কমিশন) ইসির চেয়ে সরকারের ভূমিকাই বেশি। বিএনপির সব দাবি মেনে নিতে হবে আমি তা বলছি না, তবে সরকার অনেক কিছু ছাড় দিয়ে সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দিতে পারে।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন এই আইন বিশেষজ্ঞ।
ড. শাহদীন মালিকের মতে, সরকার সংসদ ভেঙে রাষ্ট্রপতির কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে পারে, সংসদ ভাঙার পর ৩ মাস সময় থাকে নির্বাচনের। সেই সময় আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা যেতে পারে।