‘বিএনপি নির্বাচনে যাচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার্থে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যাওয়ার অর্থ জনগণের কাছাকাছি গিয়ে কথা বলা। নির্বাচনে বিএনপি যাচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার্থে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসবভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তারা এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে চলেছে।’

আগামী ৩০ ডিসেম্বর বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বলে জানান তিনি।