মেহেরপুর প্রতিনিধিঃ বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য আব্দুল হান্নান শাহ’র মৃত্যুতে শোকসভা করেছে মেহেরপু জেলা বিএনপি। বুধবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথী হিসেবে শোক বাণী পড়ে শোনান জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক এমপি আমজাদ হোসেন।
গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা যুবদল সভাপতি সাজেদুর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্রদল নেতা আব্দাল হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, হান্নান শাহ ছিলেন জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ চেতনা চিন্তার ধারক বাহক। দেশ জাতী ও বিএনপি’র নানা সংকটময় মুহুর্তে তার সাহসী পদক্ষেপ চীর স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, হান্নান শাহ অসুস্থতা জনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত ২৭ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।