নিজস্ব প্রতিবেদক, সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি যেখানেই ব্যর্থ হয়, সেখানেই ষড়যন্ত্র খোঁজে।
শুক্রবার সিলেটের লালাবাজারে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সংসদে গঠনমূলক বিরোধীদল থাকা উচিৎ। তাহলে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, যাতে সরকার সচেষ্ট থাকে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।