বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ১ কোটি যুবককে চাকরি দেওয়া হবে: হেলাল তালুকদার

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টায় দক্ষিণখানের মুন্সি মার্কেটে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মো. হেলাল তালুকদার বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে এক কোটি যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’তে নারী অধিকার, বেকারত্ব দূরীকরণ, কৃষক ও শ্রমিকের অধিকার রক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তিসহ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, ৩১ দফা পড়ুন এবং জনগণের মাঝে ছড়িয়ে দিন।”

হেলাল তালুকদার আরও বলেন, “আমরা টানা ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকারের দমন-নিপীড়নের শিকার। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি চাঁদাবাজি ও দখলদারমুক্ত রাষ্ট্র গঠন করা হবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এক সময় হাসিনা ফ্যাসিবাদী রাষ্ট্র গঠন করেছিলেন। এখন একটি দল ইসলামকে ব্যবহার করে নির্বাচনী বিভ্রান্তি তৈরি করছে। তারা ‘পিআর পদ্ধতি’র নামে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

সভায় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান আকরাম, মো. মিন্নত আলী, আব্দুস সালাম, শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, মো. শাহজাহান আলী, মো. দেলোয়ার হোসেন সবুজ, মো. রফিকুল ইসলাম, ৫০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন খান (লিটন) এবং নেতৃবৃন্দ মো. কবির হোসেন ভূঁইয়া, মো. হারুন-অর-রশিদ ভুট্টো, মো. সেলিম রেজা প্রমুখ।

উঠান বৈঠকটি আয়োজন করেন স্থানীয় তরুণ নেতৃবৃন্দ মো. রুবেল, মো. আরিফ, মো. হৃদয় ও মো. সুমন।