নিজস্ব প্রতিবেদকঃ ৩১ অক্টোবর, শুক্রবার তুরাগ থানার সরকারবাড়ি এলাকায় জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এরপর বিকেলে দক্ষিণখান থানার ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডে এলাকাবাসীর মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা কাশেম মাতব্বর, এবং আয়োজন করেন দক্ষিণখান থানা বিএনপির নেতা মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো একটি নতুন বাংলাদেশের রূপরেখা—যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি ও প্রশাসনের সংস্কারসহ জনগণের জীবনমান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো—দল যাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো। তবে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ দল আমাকে এই আসনে মনোনয়ন দেবে।”

উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিএনপির ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির এই উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ।
উঠান বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


