বিএনপি সভা-সমাবেশের নামে দেশজুড়ে মিথ্যাচার করছে: যুবলীগ চেয়ারম্যান

বিএনপিকে ভণ্ড-প্রতারকের দল বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ভণ্ড-প্রতারকের দল বিএনপি সভা-সমাবেশের নামে দেশজুড়ে মিথ্যাচার করছে। মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দেওয়ার চেষ্টা করছে। সমাবেশে গিয়ে তাদের নেতারা নাকি কান্না করছে। মানুষের ভণ্ডামির সীমা আছে কিন্তু, বিএনপির কোনো সীমা নেই। তাদের কোনো লজ্জা নেই।

শনিবার (৫ নভেম্বর) সকালে রংপুর জিলা স্কুল মাঠে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ পরশ বলেন, বিএনপি এখন যত খুশি মিছিল মিটিং করুক। আগামী ১১ নভেম্বরের পর সারা দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। তখন টের পাবেন কত ধানে কত চাল। গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো সরকারের উন্নয়নের ধারায় মানুষের অধিকার রক্ষার্থে রাজপথে থাকবে যুবলীগ।

যুবলীগ সভাপতি বলেন, পাঁচ বছর বয়সে বাবা-মা হারিয়েছি। ২১ বছর কোথাও বিচার চাইতে পারিনি। সেই বীভৎসতা এ দেশের মানুষ ভোলেনি। যুবলীগ সদস্যরা সব ষড়যন্ত্র উৎখাত করে শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও রাষ্ট্রনায়ক নির্বাচিত করবেন।

সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, আহসানুল হক চৌধুরী ডিউক প্রমুখ।