
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সমাবেশকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় শতাধিক সদস্য ঘিরে রেখেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে দলের নেতা-কর্মীরা।
সকালে মহিলা দলের দুই নারী কর্মী কার্যালয়ে ঢুকতে চাইলে তাদের আটক করে পুলিশ।
কার্যালয়ের সামনে এপিসি ও জলকামানসহ কয়েকটি গাড়ি রাখা হয়েছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে বিএনপির নেতা-কর্মীরাও কার্যালয়ে আসা বন্ধ রেখেছেন।
নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়ে মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বলেন, এটা রুটিন ওয়ার্ক। যেহেতু সমাবেশ করার অনুমতি নেই তাই বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।