
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তোপখানা রোডসংলগ্ন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়সহ সারা দেশে একযোগে চলছে বিএমএ নির্বাচন।
সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন বর্জন করায় এতে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাম সমর্থিত ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।
স্বাচিপের পক্ষ থেকে সভাপতি প্রার্থী হয়েছেন- ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব প্রার্থী ডা. এহতাশামুল হক চৌধুরী দুলাল।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের পক্ষ থেকে সভাপতি প্রার্থী ফজলুর রহমান, মহাসচিব প্রার্থী ডা. শাকিল আখতার।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. লুৎফর রহমান।