জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম পূরনের নির্ধারিত ফি’র বাইরে অযৌক্তিক খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১ টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে এক মানববন্ধন করে স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে অযৌক্তিক ফি বাতিলের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার গেটের সামনে বিএম কলেজ রোডে অবরোধ সৃষ্টি করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফি’র বাইরে কলেজগুলো ফরম পূরনের নামে নানা অযৌক্তিক ফি চাপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের উপর। অন্যান্য কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরনে ৩ হাজার ৭শ’ টাকা ফি নির্ধারণ করা হলেও বিএম কলেজের শিক্ষার্থীদের উপর নানা অজুহাতে ৭ হাজার টাকার ফি চাপিয়ে দেয়া হয়েছে। যা করোনাকালে দেয়া অসম্ভব। তারা অবিলম্বে অন্যান্য কলেজের মতো বিএম কলেজেও ৩ হাজার ৭শ’ টাকা ফি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।