বিএসএমএমইউ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘পারসোনাল ডাটাবেজ ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

ডিজিটাল লাইব্রেরিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিস্মরণীয় উন্নয়নের অগ্রযাত্রার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যতিক্রমধর্মী উন্নয়ন এখন আরো বেশি গতিশীল। স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির উন্নয়নের সুফল শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে এর সুফল ভোগ করছেন।

তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। প্রত্যেক চিকিৎসকেরই তথ্য প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান থাকাটা আবশ্যক। দেশের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তির ব্যবহারে বিএসএমএমইউ হবে এক নম্বর এটাই প্রত্যাশা।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. হরষিত কুমার পালের সভাপতিত্বে কর্মশালায়  আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল প্রমুখ।

কর্মশালার বিষয়বস্তুর ওপর বক্তব্য রাখেন ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, আইটি সেলের পরিচালক এ আর আজিমুল হক রায়হান।

স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। কর্মশালায় ডেন্টাল অনুষদের ডিন গাজী শামীম হাসান উপস্থিত ছিলেন।

মডারেটরের দায়িত্ব পালন করেন মো. রাকিবুল ফেরদৌস। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান দেশের বাইরে থাকায় অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

 

মাহবুবুল হক শাকিলের প্রতি শ্রদ্ধা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো.  শহীদুল্লাহ সিকদার।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, সাবেক সহকারী প্রক্টর বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।