
নিজস্ব প্রতিবেদক : চোখের যত্ন ও চক্ষু রোগ, বিশেষ করে গ্লুকোমা ও টিউমার (রেটিনোব্লাস্টোমা) বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সচেতনতামূলক র্যালি হয়েছে।
এশিয়া প্যাসিফিক আই কেয়ার সপ্তাহ ২০১৭ (৯-১৫ অক্টোবর) উপলক্ষে সোমবার বিএসএমএমইউর বটতলা থেকে বের হওয়া র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে বহির্বিভাগ ভবন-১ এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) ও এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির (এপিএও) যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) ও অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির (এপিএও) সহ-সভাপতি অধ্যাপক ডা. আভা হোসেন।
আরো উপস্থিত ছিলেন চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ওএসবির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. আনিসুর রহমানসহ চক্ষু চিকিৎসক ও ছাত্রছাত্রীরা।
উপাচার্য তার বক্তব্যে চক্ষু রোগ প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ চোখের যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, অন্ধত্ব দূরীকরণে চোখের গ্লুকোমা প্রতিরোধ ও চোখের টিউমার অপসারণের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।