সচিবালয় প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সাইফুল হাসিবকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনে অতিরিক্ত সচিব পদে বেশকিছু রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে সাইফুল হাসিবকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটো প্রজ্ঞান জারি করেছে।
বিএসটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ইকরামুল হককে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আশরাফুল ইসলামকে ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হযেছে। বর্তমান প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়াকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হযেছে। ইনস্টিটিউটের বর্তমান নির্বাহী পরিচালক ইকরাম আহমেদকে ওএসডি করা হয়েছে।
এ ছাড়া পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এ কে মহিউদ্দিন আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা অরুণ কুমার মালাকারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, একই মন্ত্রণালয়ের মো. আনিসুর রহমানকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
আর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বাসুদেব গাঙ্গুলিকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।