
এস,এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীতে গত তিন দিনের ব্যবধানে দুটি অপহরণের পর এবার কলেজ ছাত্র অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ছাত্রের নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। সে রাজধানীর আদমজি ক্যান্টনম্যান্ট কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। গত দিন দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত অপহৃত কলেজ ছাত্র মোহাম্মদ ফরহাদ হোসেনকে উদ্বার করতে পারেনি পুলিশ। ইতি মধ্যে স্বজনরা অপহরণকারীদের দেয়া দুটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দিলেও অপহরণকারী চক্র তাকে মুক্তি দেয়নি। এর আগে গত শুক্র ও শনিবার টঙ্গীতে এক মোবাইল ফোন বিক্রয় প্রতিনিধি ও জনৈক এক ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার কলেজে টেষ্ট পরীক্ষা শেষ করে শ্রীপুরে তার নানা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়া হয়ে রাত ৮টায় টঙ্গী স্টেশন রোড বাস স্ট্যান্ডে পৌছে। সে ষ্টেশন রোড থেকে বাস পরিবর্তন করে শ্রীপুরগামী বাসে উঠার সময় কতিপয় দুর্বৃত্ব তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে দুর্বৃত্বরা ফরহাদের মায়ের মুঠফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে ভীত হয়ে তার স্বজনরা অপহরণকারীদের দেয়া দুটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দিলেও অপহরণকারী চক্র তাকে মুক্তি দেয়নি। সে কি বেঁচে আছে নাকি তাকে হত্যা করা হয়েছে এটিই এখন এক মাত্র দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অপহৃত কলেজ ছাত্রের পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, মুক্তিপনের টাকা পাঠানোর পর অপহরণকারীদের মুঠফোন বন্ধ রেখেছে। তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা যাচ্ছে না। এ ঘটনায় অপহৃত ছাত্রের পিতা বাদী হয়ে গতকাল সোমবার টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শুক্র ও শনিবার টঙ্গীতে এক মোবাইল ফোন বিক্রয় প্রতিনিধি ও জনৈক এক ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত ফরহাদ নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকার চালাকচর গ্রামে বাসিন্দা। সে তার পিতামাতার সাথে পুরান ঢাকার ওয়াসা স্টাফ কোয়টারে থেকে লেখাপড়া করে।
এ বিষয়ে জানতে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার বলেন, অপহরণের ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আশা করি যথা শিগগিরই ফরহাদকে উদ্ধার করা সম্ভব হবে। এবিষয় পুলিশ কাজ করছে।