
হার্ট অ্যাটাক করে মাত্র ৫০ বছর বয়সে মারা গেলেন বিখ্যাত মার্কিন র্যাপার ও অভিনেতা ডিএমএক্স।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবার জানায়, ‘একজন যোদ্ধা যিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। আর্লের গান বিশ্বব্যাপী অগণিত ভক্তকে অনুপ্রাণিত করেছে এবং তার আইকনিক উত্তরাধিকার চিরঞ্জীব।’
মৃত্যুর পাঁচ দিন আগে ২ এপ্রিল থেকে তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ছিলেন লাইফ সাপোর্টে। অবশেষে পরাজয় মানতে হয় এই কোটি ভক্তের প্রিয় র্যাপারকে।