বিগত সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে

বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে নির্বাচন কমিশন পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচনের জন্য সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।

তিনি আরও বলেন, গত সরকারের আমলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।

এ সময়, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই এবার কিউ. আর. কোড স্ক্যানের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। সেইসাথে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই জানিয়ে বলেন, এক ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট দিতে।

একই অনুষ্ঠানে শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন উল্লেখ করে ইসি সচিব আখতার আহমেদ জানান, আমাদের সামনে নির্বাচন ও গণভোট আয়োজনের যে বিশাল কর্মযজ্ঞ, তা একটি আরেকটির পরিপূরক। গণভোটের নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই, তবে সার্বিকভাবে দেখে বিষয়টা। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।