
আন্তর্জাতিক ডেস্ক : সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করায় আদালত ও ওই ফেডারেল বিচারকের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার একাধিক টুইটার বার্তায় এ সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা ট্রাম্পের নির্বাহী আদেশের সাময়িক স্থগিতাদেশ দেন। এই আদেশের স্থগিত চেয়ে শনিবার ট্রাম্প প্রশাসনের পক্ষে আপিল করা হয়। কিন্তু আপিল আদালত এ আবেদন খারিজ করে দেয়। এরপরই রোববার কয়েকটি টুইটে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা ও বিচারক রবার্টের সমালোচনায় মুখর হন ট্রাম্প।
ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না, একজন বিচারক আমাদের দেশকে এ ধরণের বিপদে ফেলতে পারে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাকে (জেমস রবার্ট) ও আদালত পদ্ধতিকে দোষারোপ করবেন। লোকজনের ঢল নেমেছে। খারাপ!’
বিচারক জেমস রবার্টকে ‘তথাকথিত’ হিসেবে মন্তব্য করে আরেকটি টুইটে ট্রাম্প বলেন, ‘তথাকথিত এই বিচারকের মতামত, যেটি আমাদের দেশ থেকে আইনের প্রয়োগ দূর করে দিচ্ছে সেটি খুবই বাজে এবং এটি বাতিল করা হবে।’
ট্রাম্পের এভাবে বিচারকের ওপর আক্রমণের ঘটনায় খোদ রিপাবলিকান দলের মধ্যেই সমালোচনা শুরু হয়েছে। সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ‘বিচারকের ওপর এভাবে আক্রমণ কোনো ভালো চিন্তা নয়। আমরা প্রতিবারই অসন্তুষ্ট হচ্ছি।’
সিনেটের বিচারক সংক্রান্ত কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্রেট দলীয় সদস্য সিনেটর প্যাট্রিক লেহি বলেছেন, ‘মনে হচ্ছে ট্রাম্প একটি সাংবিধানিক সঙ্কট বাধানোর পরিকল্পনা করছেন।’