নিজস্ব প্রতিবেদক : সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে মামলা করেছেন হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর। বিচারপতির পক্ষে মামলাটি করেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি।
মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করা হয় রাজধানীর শাহবাগ থানায়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, মামলা নম্বর-৭। মামলায় বিধান বিশ্বাস ও মো. গোলাম নামের দুজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। এর পরই দোষীদের গ্রেপ্তার করা হবে। মামলাটি তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে বিচারপতিকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। একই সঙ্গে মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে বিচারপতিকে।