বিচারের নামে প্রহসনঃ ডোমারে সংখ্যালঘু পরিবারের সদস্যদের পেটালেন ইউপি চেয়ারম্যান

ক্রাইমরিপোর্টার নীলফামারী ॥  মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগ তুলে সংখ্যালঘু পরিবারের সদস্যদের পেটালেন ইউপি চেয়ারম্যান। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলা বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের ইউপি সদস্য ইয়াচিন আলীর বাড়ীতে। এলাকাবাসীর অভিযোগ আপোষ মিমাংসার নামে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট নিজে লাি ত করেন। এ ঘটনার পরিবারের ২জন সদস্য শুক্রবার বিকালে ডিমলা হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের অনিল চন্দ্র রায়ের পুত্র ছত্রধর চন্দ্র রায় (৩৮) বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে বিচার শালীসের নামে ইউপি সদস্য ইয়াচিন আলীর বাড়ীতে বৈঠকে বসেন। উক্ত বৈঠকে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট উপস্থিত ছিলেন। বিচার চলার সময় ইউপি চেয়ারম্যান নির্বাচন কালীন সময়ের জের ধরে ছত্রধরকে পেটায়। এ সময় চেয়ারম্যানের লোকজন ছত্রধর ও তার মা মনোবলা (৫৫)কে পিটিয়ে আহত করেন।
এলাকাবাসী জানায় গত ইউপি নির্বাচনের সময় ছত্রধর নৌকা মাকার প্রার্থী মনোরঞ্জন রায়ের পক্ষে নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান বুলেট পুর্বের জের ধরে উক্ত ঘটনা ঘটনায়।
আহত অবস্থায় ছত্রধর ও তার মা মনোবালা ডিমলা হাসপাতালে ভর্তি হয়েছে। ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন ছত্রধরের অভিযোগ মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগ তুলে পুর্বের জের বসত ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট তাকে পিটিয়ে আহত করেছে। এ সময় ১৫০ টাকার সাদা স্টাম্পে তার পরিবারের সাক্ষর নেয়া হয়েছে। ঘটনার সময় তার মা এগিয়ে গেলে চেয়ারম্যানের লোকজন তাকেও আহত করেন। মনোবালা বলেন, আমরা সংখ্যালঘু পরিবার হওয়ার কারনে বিচারের নামে ইউপি চেয়ারম্যান নির্যাতন করেছে। আমি এর বিচার চাই। বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জাগো নিউজকে বলেন আপোষ মিমাংসা চলার সময় ছত্রধর বেয়াদবীর কারনে তাকে আমি ধাপ্পর দেই । সাদা স্টাম্পে স্বাক্ষর করার বিষয়ে বলেন আপোষ মিমাংসা করার জন্য নেয়া হয়েছে।