বিচার দাবিতে অবরোধ কলেজছাত্রী হত্যার

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে কলেজছাত্রী ইতি চাকমা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা খাগড়াছড়ি-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন।

সড়ক অবরোধের সময় খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিঅংগ্য মারমা, ধন কিশোর ত্রিপুরা, টুটুল চাকমা, রিটন তালুকদার এবং নুশ্যাচিং মারমা।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকার ভাড়া বাসায় খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করা হয়।