
সচিবালয় প্রতিবেদক : বিচার বিভাগের মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ কক্ষে কুমিল্লা আইনজীবী সমিতির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের ৬৪টি জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির স্থান সংকুলানের জন্য ২ হাজার ৩৮৮ কোটি টাকা ব্যয়ে ৪২টি সিজেএম আদালত ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আইনমন্ত্রী বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) ২য় সংশোধিত প্রকল্প এর মাধ্যমে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
আনিসুল হক বলেন, প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের ১২টি সিজেএম আদালত ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যার মধ্যে টাঙ্গাইল, ঝিনাইদহ, জামালপুর, জয়পুরহাট, সিলেট এবং কুড়িগ্রামে ৬টি আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। আশা করছি আগামী জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার এবং মানিকগঞ্জ জেলার সিজেএম আদালত ভবন উদ্বোধন করা সম্ভব হবে। তা ছাড়া ২০১৮ সালের জুন মাসের মধ্যেই বাকী সিজেএম আদালত ভবন নির্মাণকাজ সম্পন্ন হবে।
এই প্রকল্পের মাধ্যমে কুমিল্লায় ১২তলা বিশিষ্ট সিজেএম আদালত ভবন নির্মাণ করার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, উক্ত প্রকল্পের আওতায় কুমিল্লাতেও ১২তলা সিজেএম আদালত ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া ৭তলা বিশিষ্ট কুমিল্লা আইনজীবী সমিতি ভবনকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে ৯ তলা ভবনে উন্নীত করাসহ আইন-কানুন সংক্রান্ত বই ক্রয়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ‘২৮টি জেলায় আনুষঙ্গিক সুবিধাদিসহ জেলা জজ আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প’ এর মাধ্যমে ১৬২ কোটি টাকা ব্যয়ে ২৭ জেলায় জেলা জজ আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে ১৩টির সম্পসারণ কাজ সম্পন্ন হয়েছে। বাকী ১৪টির কাজ ৮৫-৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী জুন ২০১৭-এর মধ্যে এ ১৪টিরও সম্প্রসারণ কাজ সম্পন্ন হবে।
মন্ত্রী বলেন, একটি সুদক্ষ বিচার কর্ম বিভাগের জন্য প্রয়োজন সুদক্ষ মানবসম্পদ। এই মানবসম্পদের উন্নয়নের জন্য স্থানীয় প্রশিক্ষণের পাশাপাশি বিদেশি প্রশিক্ষণ প্রদানের প্রদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সৎ, দ্রুত ও দক্ষতার সাথে বিচারকার্য পরিচালনার জন্য ইতিমধ্যে অধস্তন আদালতের বিচারকদের বৈদেশিক প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা প্রদানের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি থেকে জুন এর মধ্যে ৫৪০ জন বিচারককে বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের জন্য অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। এ জন্য সরকারের ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।