অপূর্ব দেবঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এস,আই,মনির হোসেন,এ,এস,আই মোহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামপুর ফাঁড়ির এ,এস,আই,মেজবা আলম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিক্তিতে বুধন্তী ইউনিয়নের সাতবর্গ সাকিনস্থ ইসলামিয়া ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট করা কালে অবৈধ ভারতীয় চিনি ২৫০ বস্তা সহ গাড়ির ড্রাইভার নাজমুল হোসেন ও মোঃ জাকারিয়া হোসেন নামে দুই জনকে গ্রেফতার করে থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলা ঈশ্বরদী থানার চক আল্লাদী গ্রামের সহিদুল ইসলামের ছেলে (১)নাজমুল হোসেন(২৪)ও পাবনা জেলা ও থানার ভাঙ্গাভাড়ীয়ার গ্রামের আব্দুল মাজেদের ছেলে(২) মোঃ জাকারিয়া হোসেন (২০) কে ২৫০ চিনির বস্তার যাহার বাজার মূল্য অনুমানিক ১২৫০০০০ টাকা ও একটি ট্রাক যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২২৩৪৬৮ নামে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডি’র সংবাদদাতা কে জানান,সরকারের কর ফাঁকি দিয়ে,একটি ট্রাকে করে ২৫০ বস্তা ভারতীয় চিনি, ট্রাক সহ দুই জন কে আটক করা হয়েছে । থানায় মামলার রজু প্রক্রিয়াধীন । আসামীদের কে কোট হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন । আমাদের অভিযান চলমান থাকবে।