
অপূর্ব দেব:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১১ হাজার ৬শ পিচ অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত হওয়া একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে বুধবার মধ্যরাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় চান্দুরা- সিঙ্গারবিল সড়কে অভিযান পরিচালনা করে অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার সহ মোঃ রাসেল (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় মোবাইলের অবৈধ ডিসপ্লে পরিবহনে ব্যবহৃত একটি সিলবার রংয়ের নোহা মাইক্রো, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৯-৩০১৯ জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা বিষয়টি নিশ্চিত করেন।