বিজয়নগরে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অপূর্ব দেবঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজয়নগরে বিজিবি’র বিশেষ অভিযানে ২ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের কে.এস জিরা, উন্নতমানের সোফার সিট ও কুশন কভারের কাপড়, উন্নতমানের বিভিন্ন প্রকার ঔষধ, বিভিন্ন প্রকার সানগ্লাস, সি.কে শাড়ী, বিভিন্ন প্রকার ডগ ফোড ও উন্নতমানের বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করা হয়েছে।

গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল এসব চোরাচালানী মালামাল আটক করেন। শনিবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন বিজিবি।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কে.এস জিরা-৪৫০ কেজি, ভারতীয় উন্নতমানের সোফার সিট ও কুশন কভারের কাপড়-৯৪২ মিটার, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ-১২ হাজার ৮৪৭ পিস, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার সানগ্লাস ৬ হাজার ৬৩৮ পিস, ভারতীয় সি.কে শাড়ী-২৮ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার ডগ ফোড- ১ হাজার ৭৪৩ পিস ও ৩৩.৪ কেজি এবং বিভিন্ন উন্নতমানের প্রসাধনী সামগ্রী-২৩ হাজার ৫২০ পিস।

ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)এর অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মেহাম্মদ ইমতিয়াজ বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস অফিসে জমা করা হয়।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত হতে কোন প্রকার শাড়ী, প্রসাধনী সামগ্রী, পশু খাদ্য, থান কাপড়, ঔষধ এবং অন্যান্য চোরাচালানী মালামাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান অব্যাহত রয়েছে।