![](https://crimepatrolbd.com/wp-content/uploads/1000002900-01-e1726508569990.jpg)
অপূর্ব দেব:- ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরে এক নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি গিয়ে সাহায্য চাওয়ার ক্ষিপ্ত হয়ে আমেনা বেগম (৫০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ভিক্ষুক আমেনা বেগম কিশোরগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। সে সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা মিয়ার ছেলে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডি ‘র সংবাদদাতা কে বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে গিয়ে এক ভিক্ষুক নারী সাহায্য চান। সেসময় মোল্লা বাড়ির মানিক মিয়া ভিক্ষুককে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকেন। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে ভিক্ষুকের গলায় কোপ দেন। দায়ের কোপে ঘটনাস্থলেই ভিক্ষুক নারীর মৃত্যু হয়। এঘটনায় মানিক মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।