অপূর্ব দেবঃ- ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরে নাশকতার মামলায় ০৩ জন কে আটক করেছে থানার পুলিশ।
ব্রাক্ষণবাড়িয়ার জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সোর্কস টিম শুক্রবার ও শনিবার ২৫ অক্টোবর সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় অভিযান করেন, এস আই আল আমীন,এস আই মনিরুল ইসলাম,এস আই ইউনুস মিয়া,এস আই জাহান,এস আই, দেলোয়ার,এস আই মাহবুব আলম,এস আই আক্কাস আলী,এস আই নূর নবী,এস আই জাহাঙ্গীর,এ এস আই করিম, এ এস আই জিন্নাহ,এ এস আই সজিব সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ০৩ জন আসামীদের কে আটক করতে সক্ষম হয়।
গত ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্টু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ ১৬৮ জনকে আসামী করে ২৭ শে আগষ্ট একটি নাশকতার মামলা দায়ের করে।গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা(১) (১)বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান মান্না (৫৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কান্দিপাড়া ও পাইকপাড়ায় অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।(৩)মোঃ-মজিবর রহমান (৫৩)পিতা- আহমদ হোসেন @ ধন মিয়া
সাং- শ্রীপুর,পওন ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদকসর্বথানা-বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া।উক্ত মামলার এজহার ভুক্ত আসামী বলে জানা যায়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জাতীয় সাপ্তাহিক প্রএিকা ক্রাইম পেট্রোল বিডি’ র অনুসন্ধানী সংবাদদাতা কে বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের কে কোর্টে প্রেরন করা হয়েছে।আমাদের অভিযান চলমান থাকবে।