বিজয়নগরে নাশকতা ও ভাংচুর মামলায় বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

অপূর্ব দেব: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিএনপি নেতা এস এম রাষ্ট্রু মিয়ার নাশকতার মামলায় এক চেয়ারম্যান সহ ৪ জন কে গ্রেফতার করেছে থানার পুলিশ। গত শুক্রবার বিকাল ৫ টায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নির্দেশে বিজয়নগর থানার এস,আই ইউনুস মিয়া ও এস,আই,মোঃ মাহাবুব, এ,এস,আই,আব্দুল করিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া (৪৫), চম্পকনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক (হামদু), হরষপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া (৪৫) এবং বিজয়নগর নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিউর রহমান (৪৫) কে সহ বিজয়নগর থানা পুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদের কে আটক করেন।
বিজয়নগর থানায় গত ২৭ আগস্ট বিএনপি নেতা এস এম রাষ্ট্রু মিয়া বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়ের করে।যার মামলা নম্বর ১০ তারিখ-২৭- ৮ -২৪ ইং এ সময়
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডি’র অনুসন্ধানী সংবাদদাতা কে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে তিনি আরো বলেন গত ২৭শে আগস্ট বিএনপি নেতা এস এম রাষ্ট্রর নাশকতার দায়েরকৃত মামলায় এদেরকে গ্রেফতার করা হয়।আমাদের অভিযান চলমান আছে ।