
অপূর্ব দেব : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামির বসত ঘরে গচ্ছিত রাখা ৬০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা এলাকার রাজ খাঁ ছেলে ফারুক মিয়া (৫১)
এবিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, দুপুরে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই(নিরস্ত্র) মোঃ আলী রেজা মামুন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বুধন্তী ইউনিয়নের গাছতলা সাকিনস্থ আসামি ফারুক মিয়ার বসত ঘরে গচ্ছিত রাখা ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।