বিজয়নগরে বিএনপির প্রস্তুতি সভা

অপূর্ব দেব :- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আগামি ৬ আগস্ট ‘ গণঅভ্যুত্থান’ বর্ষপূর্তি উদযাপন সফল করার লক্ষ্যে  বিজয়নগর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৪ আগস্ট) বিকালে উপজেলার চম্পকনগর কলেজের হলরুমে উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ- সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মাহিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ খোকন,  যুবদলের সায়েম ইকবাল বোখারী,  মহিলা দলের আহবায়ক মরিয়ম আলমগীর, ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিজয়নগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।