বিজয়নগরে ভিভো ফোনের ব্যান্ডসপ উদ্বোধন

অপূর্ব দেব:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রথম ভিভো ফোনের ব্যান্ডশপ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী) বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ দেওয়ান বাজারে সোনাব আলী ম্যানশনে এ শো রুম উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিভোর ব্যান্ডশপের কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সেলস ম্যানেজার নাঈম শাহরিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ভিভোর ব্যান্ডশপের ডিলার এম এ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম চৌধুরী, সাঈফ আহমেদ, রফিকুল হাসান সুজন, ইয়াছির আরাফাত রুমান, সজল চন্দ্র মজুমদার, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, দেওয়ান বাজার ভিভো ব্যান্ড শপ ও জিনাত টেলিকমের স্বত্ত্বাধিকারী মোঃ ইকরামুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক হামদু চৌধুরী, জহিরুল ইসলাম সুজন।

শো রুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষণীয়। নতুন শো রুম উদ্বোধনী দিন থেকে শুরু করে মাস ব্যাপী নানা৷ ক্যাটাগরিতে অফার চলছে।