
অপূর্ব দেব: ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার আমতলী বাজারে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহেরুল হক।
বাজার মনিটরিংকালে তিনি দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোকান মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করেন।
এ সময় তিনি বাজারের সার্বিক পরিবেশ বজায় রাখার জন্য রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত ও মেয়াদোক্তীর্ণ উপর আলাদা স্টিকার ব্যবহার,অতিরিক্ত মাএায় দ্রব্যমূল্যের বিক্রি না জন্য দোকানদার কে বিভিন্ন বিষয়ে সর্তক করেন।
বাজারের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সড়কে অবৈধ পার্কিং না করা জন্য সকলের প্রতি আহবান জানান।
রাস্তা পরিদর্শনের সময় তিনি জানান মাছ বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ী ও বাজার কমিটি কে দায়িত্ব দিয়েছেন।
মাছ বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করেন। এসময় বাজার কমিটির সদস্যবৃন্দ ও সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।