বিজয়নগরে মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে নিহত ৫

অপূর্ব দেব :- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা -সিলেট মহাসড়কে দুই মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।  

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহান মিয়ার  ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মোঃ  ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৬), সদর উপজেলার মজলিশপুর এলাকার শাহাজান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

রোববার (৩ আগষ্ট) বিকালে পৌণে ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যকদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।  এসময় মাধবপুর অভিমুখী একটি অটোরিকশা এসে তাদেরকে চাপা দেয়।  ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে।  এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।