
অপূর্ব দেব:- ব্রাহ্মণবাড়িয়ার বিজনগরের বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দলের অভিযানে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকার পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময়
র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি ৫টি প্লাস্টিকের বস্তা রেখে কৌশলে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করা। এসময় তাদের নিকট থেকে ৫টি প্লাস্টিকের বস্তায় ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে । এসময় ২ জন দৌড়িয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার মজলিশপুর এলাকার দেলোয়ার আলীর ছেলে মোঃ ফারুক (২৫), মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩০)।
এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।