
অপূর্ব দেব : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা ।
শুক্রবার (২৫)দুপুরে র্যাব-৯ এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক শুক্রবার ভোর রাতে সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার কাশিনগর (কুশাইর বাড়ি)মৃত হাশেম মিয়ার ছেলে মোঃ মোঃ কাজল মিয়া (২৮)।
এ বিষয়ে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।