বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক বিদায়ী সংবর্ধনা

প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে বরণ

অপূর্ব দেব: ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক বিদায়ী সংবর্ধনা ও নবাগত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে প্রেসক্লাবের পক্ষ থেকে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাহেরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দবির উদ্দিন ভূঁইয়া, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মিনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক জিহাদুল হক, সহ-সভাপতি সাদেকুল ইসলাম,কাজী আলামিন, দপ্তর সম্পাদক আলমগীর, প্রেস ক্লাবের সদস্য মোঃ রুবেল মিয়া এ সময় সভাপতি মৃনাল চৌধুরী লিটন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন তিনি সাংবাদিক বান্ধব কর্মকর্তা ছিলেন। প্রেস ক্লাবের বিষয়ে তার সহযোগিতা উন্মুক্ত ছিল। বিজয়নগর বাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নবাগত নির্বাহী কর্মকর্তা বলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের কে যেভাবে সহযোগিতা করেছেন। তিনিও যেন সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাংবাদিকরা ও প্রশাসন বান্ধব হয়ে বিজয়নগরে এক সাথে কাজ করবে। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন প্রেসক্লাবের সাংবাদিকরা সব সময় আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছে এবং তাদের তথ্যের ভিত্তিতে অনেক সমস্যার সমাধান করতে পেরেছি এই জন্য কলম যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বিজয়নগরে সাংবাদিক সহ সকলের সহযোগিতার মধ্য দিয়ে কাজ করতে চাই।