বিজয়ের সভায় মৃত্যু মিছিল শুরু যেভাবে

অভিনেতা থেকো নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভা রূপ নিল ভয়াবহ ট্র্যাজেডিতে। তামিলনাড়ুর কারুরে আয়োজিত তার নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারালেন ৩৮ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে সর্বোচ্চ ১০ হাজার মানুষের অনুমতি ছিল, কিন্তু সেখানে হাজির হয় প্রায় দুই লক্ষ মানুষ।

কীভাবে বিশৃঙ্খলা? বিজয়ের জনসভায় ২ লক্ষাধিক মানুষের মাঝেই ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করতে গিয়েই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। বেশ কয়েকজন হন্তদন্ত হয়ে ওই শিশুকে খুঁজতে থাকে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে খবর। টিভিকে প্রধান বিজয়কে বলতে শোনা যায়,’পুলিশ দয়া করে সাহায্য করুন’।

অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় এই মর্মান্তিক পদদলনের ঘটনা।

ঘটনার পর প্রথমে তিরুচিরাপল্লী বিমানবন্দরে স্থানীয় সংবাদমাধ্যম বিজয়ের কাছে প্রতিক্রিয়া চাইলে তিনি কিছু না বলে নীরবে ভেতরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে পরিষ্কার ও সংযতভাবে নিজের বক্তব্য দেওয়ার জন্যই তিনি তখন চুপ ছিলেন।

পরে বিজয় এক আবেগঘন টুইটে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি গভীর শোকে স্তব্ধ। কারুরে প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তবে, বিজয়ের বিরুদ্ধে সমালোচনা উঠেছে যে তিনি কারুর হাসপাতালে গিয়ে আহতদের দেখতে যাননি; বরং সরাসরি চেন্নাই চলে যান।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনও শোক প্রকাশ করে ঘোষণা দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা বিনামূল্যে দেওয়া হবে। নিহতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে অনুদান। তিনি আগামীকাল নিজে কারুর গিয়ে ভুক্তভোগী পরিবার ও আহতদের সঙ্গে দেখা করবেন। দ্য হিন্দু