বিজয় দিবস নিয়ে মোদির দাবির তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমন দাবি করেন তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রীর এমন দাবির প্রেক্ষিতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ-সহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’ পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদির সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি।