তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
দোয়া মাহফিলে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের নেতৃবৃন্দও অংশ নেন।


