বিজিবির প্রাক্তন ডিজিকে ময়মনসিংহে বদলি

নিজস্ব প্রতিবেদক : বিজিবির প্রাক্তন মহাপরিচালক আজিজ আহমেদকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে ময়মনসিংহের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে বদলির আদেশ জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বিজিবির মহাপরিচালক পদ থেকে আজিজ আহমদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। তার পরিবর্তে বিজিবির ডিজির দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে।

পদোন্নতি পাওয়ার একদিন পরই আজিজ আহমেদকে নতুন দায়িত্ব দেওয়া হলো।