বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক, চার বিষয়ে ঐকমত্য

আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দেড়শ গজের মধ্যে কৃষক ছাড়া ভারতীয় বাংলাদেশিদের প্রবেশ নিষেধসহ চারটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবিবিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

এসময় উপস্থিত ছিলেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া স্টাফ অফিসাররা। অন্যদিকে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং বিএসএফ স্টাফ অফিসাররা।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে চারটি বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাগুলো হলোসীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না, সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং প্রত্যেক দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, চৌকা সীমান্তের ওপারে জিরোপয়েন্ট থেকে ৫০ গজের মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত থেকে জানুয়ারি পর্যন্ত বিজিবিবিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয়দেশের বেসামরিক লোকজন অংশ নেয়। এরই জের ধরে গত শনিবার (১৮ জানুয়ারি) সীমান্তের গম কেটে নেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে বিএসএফের সহায়তায় বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা অবৈধ অনুপ্রবেশ করে প্রায় ৩০টি আমগাছ শতাধিক বরই গাছ কেটে ফেলে।

এসময় উভয় দেশের নাগরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে ভারতীয়রা বাংলাদেশিদের লক্ষ্য করে বোমা বিএসএফ টিয়ারশেল নিক্ষেপ করে। এর ঘণ্টা পর বিজিবিবিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিয়ে সীমান্তের মানুষ আতঙ্কের মধ্যে ছিল।